তিন দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২২, ১৮:৪৩

সিজিপিএ শর্ত শিথিল করে অটো প্রমোশন, গণহারে অকৃতকার্য প্রতিরোধসহ তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেন।

এসময় শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। যথাযথ সমাধান না এলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও ঘোষণা করেন তারা।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সজীব আহমেদ বলেন, "আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণকারীর রেজাল্ট অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজকে আমরা অবরোধ করেছি।"

একই কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে আমরা রাস্তা ছাড়বো না।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

ক) করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮ শিক্ষাবর্ষের) প্রকাশিত সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীকে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া।

খ) দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বর করা ও ২০ নম্বরের ইনকোর্স করা।

গ) গণহারে অকৃতকার্য হওয়ার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও এর স্থায়ী সমাধান।

(ঢাকাটাইমস/১৬ মার্চ/আরএল)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :