জেলি মিশ্রিত এক হাজার ৪৪ কেজি চিংড়িসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২২, ১৯:৫১

চাঁদপুর হরিণা ফেরিঘাটে নৌ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে হাইস গাড়িবোঝাই এক হাজার ৪৪ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ আটক হয়েছে। একই সময় ওই মাছের সাথে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

বুধবার সকালে গোপন সংবাদে হরিণা ঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ হাইস গাড়ি আটক করে। বিকালে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

হাইস গাড়ি তল্লাশি করে একে একে ২৮টি ককশিটবোঝাই জেলি মিশ্রিত এক হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে।

জানা গেছে, খুলনা বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিণা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে কিছু অসাধু ব্যবসায়ী। জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসকরা।

ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে হরিণাঘাট এ অভিযান চালিয়ে হাইস গাড়ি বোঝাই এক হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় গাড়ি চালক ও হেলপারসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনা দুজনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন ২০১৩ সালের ৫৮ ধারায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :