মারিওপোলের থিয়েটারে রুশ বাহিনীর বোমা হামলা

প্রকাশ | ১৭ মার্চ ২০২২, ১৬:০৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সামরিক অভিযান থেকে বাঁচতে ইউক্রেনের মারিওপোল শহরের একটি থিয়েটারে আশ্রয় নিয়েছিল হাজারো মানুষ। গত বুধবার এই থিয়েটারে রাশিয়া বোমা হামলা ফেলেছে বলে অভিযোগ করেছে নগর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার মারিউপোলের উপ মেয়র সার্গেই ওরলভ বলেন, থিয়েটার ভবনে এক হাজারের বেশি মানুষ  আশ্রয় নিয়েছিল।

বিবিসি নিরপেক্ষ মাধ্যমে এ তথ্যের সতত্য যাচাই করতে পারেনি বলে জানায়।

এক বিবৃতিতে মারিউপোলের পৌর কর্তৃপক্ষ দাবি করেছে, রুশ বাহিনী ‘উদ্দেশ্যমূলকভাবে এবং নিষ্ঠুরতার সঙ্গে’ থিয়েটারটি ধ্বংস করেছে। তারা জানিয়েছে, একটি বিমান ভবনটির ওপর বোমা ফেলে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন,‘‘মারিউপোলে এটা আরেকটি জঘন্য যুদ্ধাপরাধের ঘটনা এবং রুশদের অবশ্যই এটা অজানা থাকার কথা নয় যে এটা বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্র।

(ঢাকাটাইমস/১৭মার্চ/আরআর)