বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া যুবককে জীবিত উদ্ধার

প্রকাশ | ১৭ মার্চ ২০২২, ১৮:২৭

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

লালমনিরহাটে নদীর পাড় থেকে হাত-পায়ে শিকল বাঁধা বস্তাবন্দি এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তার  নাম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। জাহিদ হোসেন ওই উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার আবু বক্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রিজের উপরে হাঁটতে গিয়ে নদীতে একটি বস্তা দেখতে পান। পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় বস্তা খুলে ওই যুবককে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে জাহিদ
হোসেন জীবিত আছেন বুঝতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও ডা. কামরুল হাসান প্রিন্স জানান, ওই যুবকের শরীরে কোনো চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করা হয়ে থাকতে পারে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
 লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, ওই যুবককে হত্যার উদ্দেশ্যে অচেতন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এআর)