ইউক্রেনের মোট শরণার্থীর দেড় মিলিয়ন শিশু

প্রকাশ | ১৭ মার্চ ২০২২, ২০:১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আমরা এখন ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে লোকেদের চলাচলের পরিপ্রেক্ষিতে তিন মিলিয়নে পৌঁছেছি। এর মধ্যে প্রায় ১ লাখ ৫৭ হাজার তৃতীয়-দেশের নাগরিক রয়েছে, জেনেভা কনভেনশনে কথাগুলো বলেছেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এর মুখপাত্র পল ডিলন।

বর্তমানে প্রতি সেকেন্ডে একটি করে শিশু ইউক্রেন থেকে দেশত্যাগে যোগ দিচ্ছে। যার সংখ্যা ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ান আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১.৫ মিলিয়ন।

জাতিসংঘের শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার জানিয়েছেন, গত ২০ দিনে ইউক্রেনে ৭০ হাজারেরও বেশি শিশু শরণার্থী হয়েছে এবং প্রতি মিনিটে ৫৫টি শিশু দেশ ত্যাগ করছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মান পুলিশের রেকর্ড মোতাবেক ১ লাখ ৮৭ হাজার ৪২৮ জন শরণার্থী ইউক্রেন থেকে জার্মানিতে প্রবেশ করেছে। যার মধ্যে অধিকাংশই নারী, শিশু এবং বৃদ্ধ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএটি)