ইউক্রেনের ১১ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার

প্রকাশ | ১৭ মার্চ ২০২২, ২০:৫৫ | আপডেট: ১৭ মার্চ ২০২২, ২০:৫৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান সংক্রান্ত এক প্রতিবেদনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের ১১টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১১টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, দুটি হেলিকপ্টার, ১২টি ড্রোন ও একটি সামরিক গুদাম ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত ইউক্রেনের ১৮১টি বিমান ও হেলিকপ্টার, ১৭২টি ড্রোন এবং এক হাজার ৩৭৯টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

এদিকে এখন পর্যন্ত রাশিয়ার ১৪ হাজার সেনা নিহত হবার দাবি জানিয়েছে ইউক্রেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২০০ সেনা।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, তাদের পাল্টা হামলায় রাশিয়ার ৪৪৪টি ট্যাংক, এক হাজার ৪৩৫টি সামরিক যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন ও ৩টি জাহাজ ধ্বংস হয়েছে।

তবে এই পরিসংখ্যানকে আনুমানিক হিসেব বলা হয়েছে। কেননা উচ্চ মাত্রার লড়াইয়ের কারণে যাচাইকরণ প্রক্রিয়া ছিল জটিল। গত ২ মার্চ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঐ দিন পর্যন্ত তাদের ৪৯৮ জন সেনা নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএটি)