ইউক্রেনে রুশ হামলায় মার্কিন নাগরিক নিহত
প্রকাশ | ১৮ মার্চ ২০২২, ১০:৪৮ | আপডেট: ১৮ মার্চ ২০২২, ১১:০৩

রুশ বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে ইউক্রেনের চেহেরনিভ শহরে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে নিহত ওই মার্কিন নাগরিক হলেন জেমস হুইটনি হিল।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র একটি বিবৃতি দিয়ে বলেছেন,‘ইউক্রেনে গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করছি।’
তিনি আরও বলেন,‘নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কঠিন এই সময়ে তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া আমাদের কিছুই বলার নেই।
জেমস হুইটনি হিলের সঙ্গী একজন ইউক্রেনীয়। ইউক্রেনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে গত বছরের ডিসেম্বরে সঙ্গীসহ ইউক্রেনে যান তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলার পর থেকেই তিনি নিয়মিত যুদ্ধ পরিস্থিতি নিয়ে লিখছিলেন।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন,‘হামলা থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষজন প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। কিন্তু আজ রাতে এখানেও বোমা হামলা হয়েছে। এখন এখানেন চারদিকেই শুধু বিপদ আর ঝুঁকি।
তিনি আরও লিখেছিলেন,‘দিনে মাত্র কয়েক ঘণ্টা ওয়াইফাই সুবিধা পাই। আমাদের যে খাবার আছে তা কয়েক দিন পরই ফুরিয়ে যাবে।’
(ঢাকাটাইমস/১৮মার্চ/আরআর)