যুদ্ধের মধ্যে ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম: ইউনিসেফ

প্রকাশ | ১৮ মার্চ ২০২২, ১১:৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

রুশ বাহিনীর ‘বিশেষ সামরিক অভিযানের’ মধ্যেই ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে। 
জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউনিসেফ মুখপাত্র বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুর জীবন এখন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন।’

‘এই শিশুদের জরুরিভিত্তিতে শান্তি প্রয়োজন’ বলেও উল্লেখ করেন তিনি মুখপাত্র। 

গত সপ্তাহে রুশ বাহিনী ইউক্রেনের একটি মাতৃত্বকালীন হাসপাতালে বোমা হামলা করে। ওই হাসপাতালে বহু গর্ভবতী নারী ছিলেন। এ ঘটনায় বিশ্বজুড়ে তুমুল সমালোচনার ঝড় ওঠে। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। জাতিসংঘের মতে, কয়েকশ মানুষ রুশ হামলায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, ৩০ লাখের বেশি মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। 

(ঢাকাটাইমস/১৮মার্চ/আরআর/এফএ)