লভিভ বিমানবন্দরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২২, ১৫:২৩

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমাবন্দরের কাছাকাছি হামলা করা হলেও বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে নগরীর মেয়র আন্দ্রি সাদোভি এক পোস্টে বিমানবন্দরে হামলা হয়নি নিশ্চিত করেন।

সাদোভি এক পোস্টে জানান, একটি বিমান রক্ষণাবেক্ষণ প্ল্যান্টে হামলাটি হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত হতাহতের কোনো খবর হয়নি। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত প্ল্যান্টটিতে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে ‘অস্ত্র সরবরাহ বন্ধ করতে’ রুশ বাহিনী হামলাটি চালিয়েছে। কারণ ওই রুট দিয়ে পশ্চিমা অস্ত্র প্রতিবেশী পোল্যান্ড হয়ে ইউক্রেনে সরবরাহ করা হচ্ছিল।

বিবিসির প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন, এ হামলার আগে স্থানীয় সময় ভোর ৬টার দিকে লভিভজুড়ে বিমান হামলার সঙ্কেত বেজে ওঠে। এর পরপরই নগরীর কেন্দ্রস্থল থেকে ৬ কিলোমিটার দূরে বিমানবন্দরের দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

তিনি আরও জানান, এ হামলার আগে পর্যন্ত লভিভকে একটি ‘নিরাপদ স্বর্গ’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

শুক্রবার সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় অনেকগুলো অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এসব অঞ্চলের মধ্যে রিভনেন, ভোলিন, লিভভ, তেরনোপিল ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক উল্লেখযোগ্য।

(ঢাকাটাইমস/১৮মার্চ/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

তিন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলি সেনাবাহিনীর, পাল্টা হামলা হিজবুল্লার

শিগগির পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ৩৪ কোটি রুপির তহবিল

মোদিকে নির্বাচনে নিষিদ্ধ করার দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা

ইসরায়েলে ইরানি হামলার জন্য দায়ী নেতানিয়াহু: এরদোয়ান

এই বিভাগের সব খবর

শিরোনাম :