টুঙ্গিপাড়ায় স্বাচিপের সাত দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২২, ১৫:৩৫| আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৮:০১
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী মেডিকেল ক্যাস্পের উদ্বোধন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

শনিবার টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা.এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা.এমএ আজিজ উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনী দিনে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, চক্ষু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. এমএ আজিজ। নাক কান গলা বিভাগে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সহ-সভাপতি নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমি, ডা. আব্দুল কুদ্দুস সোহাগ, কার্ডিওলজি বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডা. দিলরুবা আক্তার, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন এনআইসিভিডি শাখার স্বাচিপ আহ্বায়ক ডা. কাজল কুমার কর্মকার, শিশু রোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন, গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. শেখ মো আব্দুল আল মাহমুদসহ ঢাকার থেকে আগত বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ হেলথ ক্যাম্পের কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএ, এর মহাসচিব অধ্যাপক ডা ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, আব্দুর রউফ সর্দার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মিটির সদস্য সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডা দিলরুবা আক্তার, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনসহ বিভিন্ন জেলার স্বাচিপের নেতাকর্মীরা।

চিকিৎসাসেবা উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।

ঢাকাটাইমস/১৯মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানী ঢাকায় কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে, জেনে নিন
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা