ছাত্রলীগের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, ৫ ঘণ্টা পর জামিন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:২৭ | প্রকাশিত : ১৯ মার্চ ২০২২, ২০:২৫

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মজনুকে গ্রেপ্তারের পর আদালত তাকে জামিন দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান।

ওসি মো. নাজমুল জানান, শুক্রবার (১৮ মার্চ) জুমার নামাজের আগে মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজকে মারপিট ও তার ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগে কালুখালী থানায় (১৯ মার্চ) শনিবার সকালে ৮ জন আসামির নাম উল্লেখ্যসহ আরো ১০-১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা হয়েছে যার মামলা নং ১২।

এ বিষয়ে মামলার বাদী পারভেজের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন ভুক্তভোগী পারভেজ বাদী হয়ে সকালে থানায় এসে মামলা করেন। পরে বেলা দেড়টার সময় আমরা ওই মামলার প্রধান আসামি মিজানুর রহমান মজনুকে রাজবাড়ী শহরের পান্না চত্বর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। পরে মজনু আদালত থেকে পাঁচ ঘণ্টা পর জামিনে মুক্ত হয়েছেন। তবে এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :