ঘুষ নিয়ে চাকরি খোয়ালেন ডিএনসিসির রেভিনিউ সুপারভাইজার

প্রকাশ | ২১ মার্চ ২০২২, ২১:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ আব্বাছ আলী। তিনি অঞ্চল-১০ এর রেভিনিউ সুপারভাইজার পদে অতিরিক্ত দায়িত্বে থাকাবস্থায় আর্থিক অনিয়ম করেন। গণমাধ্যমের সংবাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করার পর তাকে চাকরি থেকে অপসারণ করা হয় বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আব্বাছ আলী রাজস্ব বিভাগে কর্মরত থাকাবস্থায় আফতাব নগরের একজন গ্রাহকের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স আদায়ের রশিদ ছাড়া ৫০ হাজার টাকা নিয়ে আবার ফেরত দেন। এছাড়াও ফাইল অনুমোদন ছাড়াই গ্রাহককে ১লাখ ৬৭ হাজার ৭৬ টাকার রশিদ দেন। পরে অনিয়মের বিষয় নিয়ে গণমাধ্যমের কাছে স্বীকারও করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরশনকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হতে মোহাম্মদ আব্বাছ আলী আর্থিক অনিয়ম করেছেন। তাই সিটি করপোরেশনের কর্মচারী বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি অনুসারে তাকে চাকরি হতে অপসারণ করা হয়েছে।  আইন অনুযায়ী তিনি তিনমাসের বেতন নগদ পাবেন।  

(ঢাকাটাইমস/২১মার্চ/বিইউ)