‘ফরিদপুরের ভাঙ্গায় হবে রেল স্টেশন’

প্রকাশ | ২১ মার্চ ২০২২, ২১:৫৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের ভাঙ্গায় ১৬০ কোটি টাকা ব্যয়ে রেল স্টেশন নির্মাণ হবে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, ‘ভাঙ্গার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন ২৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মানমন্দির। এই মানমন্দির দেখার জন্য বিদেশ থেকে মানুষ আসবে। এছাড়া ভাঙ্গায় ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রেলওয়ে স্টেশন।

ভাঙ্গা আর ভাঙ্গা নেই, ভাঙ্গা এখন সিঙ্গাপুর। ভাঙ্গা এখন সবচেয়ে উন্নত উপজেলা। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখন ভাঙ্গার রাস্তা দেখতে আসে।' 

সোমবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল আহসান মিঠু, সদস্য খন্দকার ওবায়দুর রহমান, জেলা পরিষদ সদস্য শাহীনুর ইসলাম, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাপোলো নওরোজ ফকির প্রমুখ।

(ঢাকাটাইমস/২১মার্চ/এলএ)