ট্রাকের চাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত

প্রকাশ | ২১ মার্চ ২০২২, ২২:০৮

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামে ট্রাকের চাপায় একটি প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লোহাগাড়ায় উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোহাগড়ার আমিরাবাদ এলাকার নাছির উদ্দীনের ছেলে হারুনর রশিদ, চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি এলাকার ফারুক হাসানের ছেলে রিজভী সাকিব, পাহাড়তলী এলাকার খাইরুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম এবং সাদমান। আরেকজনের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারমুখী প্রাইভেট কারটিকে একটি ডাম্পট্রাক চাপা দিলে পাঁচ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এরপর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। গাড়ি জব্দ হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছিল। সোমবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্নেল বলেন, ভোর সোয়া ৫টায় খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মূলত সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রীরা গাড়িতেই আটকে লেপটে যায়। আমরা মেশিন দিয়ে গাড়ির এক অংশ কেটে একজনকে উদ্ধার করেছি। 

হুমায়ুন বলেন, ট্রাকটি মাটি বহন করে। এগুলো এমনিতেই বেপরোয়া গতিতে চলাচল করে।

(ঢাকাটাইমস/২১মার্চ/আরকেএইচ/কেএম)