কবিতা

ঘড়ির কাঁটা

প্রকাশ | ২৪ মার্চ ২০২২, ১০:৫২ | আপডেট: ২৪ মার্চ ২০২২, ১১:৫৮

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

টিক-টিক-টিক-টিক ঘড়ির কাঁটা

ঠিক-ঠিক-ঠিক চলে কাঁটার হাঁটা।

গোলাকার চাকতির ছকে আঁকা

চলছেতো চলছেই সময় চাকা।

নেই তার ক্লান্তি, নেই শ্রান্তি

থামা জানেনা-যে তার চলার পা-টা

টিক-টিক-টিক-টিক ঘড়ির কাঁটা।

 

মহাকাল স্রোতে তার অবাধ গতি,

সমুখের যাত্রায় জানেনা যতি।

অবসর, অবকাশ, নেই অবসাদ

অবিরাম চলে তার খাটুনি খাটা

টিক-টিক-টিক-টিক ঘড়ির কাঁটা।

 

চলে আর বলে- ‘শোনো সময়ের ক্ষণ

পলে পলে যায় চলে তীরের মতোন।

সসীমের মাঝে তার অসীম চলা

সময়ের তারকাঁটা কটিতে আঁটা

টিক-টিক-টিক-টিক ঘড়ির কাঁটা।