অবসরপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২২, ২৩:০৩

মাগুরায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রউফের (৭০) বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানালেও কোনো বিচার হয়নি।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ছেলের দাবি, ষড়যন্ত্র করে এমন অভিযোগ আনা হয়েছে।

শিশুটি বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে মাগুরা সদর কছুন্দি ইউনিয়নে দাদির কাছে থাকে।

তার দাদি জানান, গত বুধবার সন্ধ্যায় প্রতিবেশী আব্দুর রউফ তার নাতনিকে ছাগল খুঁজে দেয়ার জন্য ডেকে নিয়ে যান। রাতে শিশুটি ফেরার পর অসুস্থতার কথা জানায়। পরদিন এক প্রতিবেশী জানান, রউফ তার নাতনিকে ধর্ষণ করেছেন এবং তিনি বিষয়টি দেখেছেন।

এরপর শিশুটিকে জিজ্ঞেস করলে সে ধর্ষণের বিষয়টি জানায়। বাদাম কিনে দেয়ার কথা বলে রউফ তাকে চুপ থাকতে বলেছিল। কাউকে জানালে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

শিশুটির দাদি আরও জানান, শুক্রবার তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনি দুজন লোক পাঠান। তবে রউফের কোনো বিচার হয়নি। রউফের ছেলেকে বিষয়টি জানালে তিনি এসে ক্ষমা চান এবং চিকিৎসার জন্য টাকাপয়সা দিতে চান।

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা জানান, তিনি এ ধরনের কোনো অভিযোগ পাননি ।

তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু মনে করতে পারছি না। তারা যদি বলে, তাহলে আমি লোক পাঠাব। আমি তো কাউকে পাঠিয়েছি বলে মনে নেই।

অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুর রউফ মোল্লার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার ওসি নাসির হোসেন বলেন, শিশু ধষর্ণের অভিযোগ পেয়েছি। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা সম্পন্ন করা হয়েছে । মামলা রেকর্ড করে কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিম এখন তার দাদির হেফাজতে আছে। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :