বেনাপোলে ফেনসিডিলসহ একাধিক মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৭ মার্চ ২০২২, ২৩:০৮

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামে রবিবার রাতে ১৪৭ বোতল ফেনসিডিলসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক  ফেনসিডিলের মূল্য ১ লাখ ২ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর পশ্চিমপাড়ার তবিবার রহমানের ছেলে ইয়াছিন আরাফাত (৩০) ও পুটখালী পূর্বপাড়ার জলিল হুজুরের ছেলে সম্রাট হোসেন (৩৫)।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক পাচারের গোপন খবরে কাগাজপুকুর পশ্চিমপাশে পাকা রাস্তার উপর হতে ১৪৭ বোতল ফেনসিডিলসহ ইয়াসমিনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় দুইটি পৃথক পৃথক মাদক মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এলএ)