পঞ্চগড়ে সড়কে নিহত সাংবাদিকদের নামে সড়কের নামকরণ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২২, ২১:০৭

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক আজাহারুল হক প্রধান বুলেটের নামে পঞ্চগড় শহরে গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণ করা হয়েছে। নিহতের ২৫ বছর পর সোমবার বিকালে পঞ্চগড় পৌরসভা শহরের ইসলামবাগ এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়ক থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কটির ‘বুলেট স্মৃতি সড়ক’হিসেবে নামকরণ করা হয়।

এ নিয়ে সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে প্রয়াত সাংবাদিক বুলেট-এর স্মরণে স্মরণসভার আয়োজন করা হয়।

পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন সড়কটির নামফলক উন্মোচন করে উদ্বোধন করেন।

এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম, পৌরসভার কাউন্সিলর আরিফ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান, প্রয়াত সাংবাদিক বুলেটের ছোট বোন ফরিদা আক্তার প্রধান, ভগ্নিপতি মোখলেছার রহমান লাবুসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত সাংবাদিক বুলেটের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :