ফ্রান্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশ | ২৮ মার্চ ২০২২, ২১:০৭

ঢাকাটাইমস ডেস্ক

ফ্রান্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছেন দেশটিতে থাকা প্রবাসীরা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে আওয়ামী লীগের ফ্রান্স শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

প্রধান আহ্বায়ক সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে  পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এছাড়া দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যুগ্ম আহ্বায়ক হাসান সিরাজ ও মুক্তিযোদ্ধা লীগ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হাজী জহিরুল হক, নুরুল হক ভূঁইয়া, নুরুল আবেদিন, শাহজাহান শাহী, আশরাফুল ইসলাম, শাহজাহান সারু, সামছুল হক, নজরুল ইসলাম চৌধুরী, মনাই মিয়া, শহীদ মিয়া, ইকবাল মোহাম্মদ জাফর, অধীর সূত্রধর, আলফু মিয়া, জুয়েল আহমেদ, আফজাল হোসেন, আনিসুর রহমান লাল, আল-আমিন হোসেন, জিল্লুর রহমান, মহিলা নেত্রী ডা: সায়মা মোস্তফা, কামাল আহমেদ, জাহাঙ্গীর আলম, শাহ আলম, আমিন খান হাজারী, আলী আক্কাস, মাহামুদুল হাসান, ইলিয়াস খান সাদ, জামান সরকার সহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন ইংল্যান্ড থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী সাঈদা তানি, বাংলাদেশ থেকে আগত চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন‌ ২০০৮ এর সেরা ২০ এর সাহাবুদ্দিন আনন্দ, স্থানীয় জনপ্রিয় শিল্পী পলাশ গাঙ্গুলি, পুষ্পা রানী, নিশিথা বড়ুয়া, সুপ্রিয়া দাস, লুবনা ইয়াসমিন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শাকিল সরকার।

(ঢাকাটাইমস/২৮মার্চ/কেএম)