বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ মার্চ ২০২২, ২০:৫৬ | প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ২০:৫৩

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হিসেবে নিয়োগ পেলেন গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন। তবে আনুষ্ঠানিক নিয়োগপত্র এখনো পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন নতুন খতিব হিসেবে মুফতি রুহুল আমিনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেস মুফতি রুহুল আমিনকে খতিব নিয়োগ দিয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করতে পারে।

গত ৩ ফ্রেব্রুয়ারি বায়তুল মোকাররমের সাবেক খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন মারা যাওয়ার পর পদটি এতদিন খালি ছিল।

মুফতি রুহুল আমীন দেশের প্রখ্যাত আলেম মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ. এর ছেলে। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহর সদস্য।

মুফতি রুহুল আমীন কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির ব্যাপারে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

স্বীকৃতির পর ২০১৮ সালের ৪ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থিতা করতে মনোনয়ন চাইলেও তাকে দেওয়া হয়নি।

(ঢাকাটাইমস/৩১ মার্চ/ওএফ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :