ফেসবুকের কল্যাণে শেরপুরে রক্ষা পেল বাগডাশ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২২, ২২:৪৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে শেরপুরের নকলায় বিপন্ন প্রজাতির একটি বড় বাগডাশ উদ্ধার হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার নকলা ইউপির দক্ষিণ নকলা গ্রাম থেকে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ওই প্রাণীটি তাদের হেফাজতে নেয়।

স্থানীয়রা বলছে, দক্ষিণ নকলা গ্রামের মৃত. সুরুজ্জামানের ছেলে ফিরোজ মিয়ার বাড়িতে শুক্রবার মাঝরাতে খাবারের সন্ধানে বাগডাশটি প্রবেশ করে। পরে এলাকাবাসী বাগডাশটি আটক করে শিকলবন্দী করে গাছের সাথে বেঁধে রাখে। এ ঘটনা শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই প্রাণীটির শিকলবন্দী ছবি অনেকেই পোস্ট করেন। বিষয়টি মুহূর্তের মধ্যে সুশীল সমাজের নজরে আসে। পরে তারা এমন তথ্য স্থানীয় প্রশাসনসহ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নজরে আনে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মুঞ্জুরুল আলম জানান, বিষয়টি জেনে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে বন্যপ্রাণীটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রাণীটির নাম বড় বাগডাশ।

তিনি বলেন, এরা ফসলের ক্ষতিকারক পোকামাকড় ও ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে। এছাড়া ওই প্রাণীটি মানুষের তেমন কোনো ক্ষতি করে না।

(ঢাকাটাইমস/২এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :