নাতে নূ’রে মুজাসসাম

স্থায়ীঃ
——
আমি মদিনার মরু পথে হবো মুসাফির ,
আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির।।
অন্তরাঃ ০১
———
যে পথের পথিক হয়ে,
তাওহীদের বাণী লয়ে
আমার নবী সঙ্গী হতেন শত সাহাবীর।।
আরব ভূমির মরু বুকে
ধূলো যে নিশানা আঁকে
নবিজীর কদম পাকের নূর নিশাণীর॥
সে পথের পুণ্য ভূমে
রাসূল পাকের চরণ চুমে
তাঁর কদমের চিহ্ন চিনে হবো রাহাগীর-
আমি মদিনার মরু পথে হবো মুসাফির ,
আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির।।
সঞ্চারীঃ ০১
———
মদিনার পথে যদি হতাম ধূলিকণা,
রাসূলের চরণে পেতাম নাজাতের ঠিকানা।
অন্তরাঃ ০২
———
নূর নবীর কদমের ভর
বইতো আমার বুকের পাঁজর
ধন্য হতো গুনাহগার এই উম্মতের শরীর।।
সেই পথেরই বাঁকে বাঁকে,
জড়িয়ে তাঁর কদম পাকে
মাধুরি ছড়াতাম নবীর চরণ-ধ্বনির-
আমি মদিনার মরু পথে হবো মুসাফির ,
আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির।।
সঞ্চারীঃ ০২
———
বুলবুলে মদিনার পথে হলে মাটি,
রাসূলের পরশে হতো মাটির দেহ খাঁটি।
অন্তরাঃ ০৩
———
পথের ধারের খেজুর শাখে
প্রেমের শীতল দরদ মেখে
ঢাকতো ছায়ার সামিয়ানায় নবী পাকের শির।।
দেখে ঐ কুদরতি শান
ধন্য হতো পাপীর প্রাণ
সঙ্গী হতাম তাঁর কাফেলার সকল সারথির-
আমি মদিনার মরু পথে হবো মুসাফির ,
আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির।।
অন্তরাঃ ০৪
———
নবিজীর ইশক বুকে বেঁধে
ঘুরবো পথে কেঁদে কেঁদে
দিদার যদি মিলে আমার দুঃখের দরদীর।।
দয়াল নবীর রওজা পাকে
আশেকের মন পড়ে থাকে
রোজ হাশরে চাই শাফায়েত দয়াল কাণ্ডারির-
আমি মদিনার মরু পথে হবো মুসাফির ,
আশেকে অধীর হয়ে প্রিয় নবীজির।।
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

বৈরাগ্য

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ধ্রুব এষসহ ১৫ কবি-লেখক-গবেষক

তাজ ইসলামের কবিতা

বইমেলা শুরু হবে ফেব্রুয়ারির প্রথম দিনেই, থাকছে আঙ্গিকগত পরিবর্তন

বইমেলায় স্টল বরাদ্দ পাচ্ছে না আদর্শ, জানিয়ে দিল বাংলা একাডেমি

পূর্ব-পশ্চিম সাহিত্য সম্মাননা পেলেন ৭ কবি-সাহিত্যিক

উপপাদ্য

লাখ লাখ টাকা খরচ করে হাসপাতাল থেকে পঙ্গুত্ব কিনে বাড়ি ফিরলাম: তসলিমা নাসরিন

কথাসাহিত্যিক জুলফিয়া ইসলামের বই নিয়ে আলোচনা অনুষ্ঠান
