গোপালগঞ্জে মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২২, ১৪:৫৫

গোপালগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া তৈরি ও বিক্রির দায়ে কারখানাটিকে সিলগালা করা হয়। এসময় কারখানার মালিক মাসুদ তালুকদারকে বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ কারখানাটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ তৈরির উপকরণ হিসেবে বিভিন্ন রঙের কেমিক্যাল, মেয়াদোত্তীর্ন পটেটো, চালের গুড়ি, গাছের গুড়ি, নিম্ন মানের আটা, ময়দা উদ্ধার করা হয়। এসকল উপকরণ হলুদ-মরিচ গুড়া তৈরির কাজে ব্যবহারের জন্য কারখানায় মজুত করে রাখা হয়েছিল। এই ভেজাল মরিচ ও হলুদের গুড়ায় মানুষের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। এতে বিভিন্ন ধরনের রোগসহ হতে পারে মরণব্যাধী ক্যান্সার।

ভেজাল উপকরণ তৈরির জন্য কারখানা মালিককে নগদ এক লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :