গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২১:৩৪ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২২, ২১:৩৩
ফাইল ছবি

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাঠ থেকে গরু নিয়ে রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনায় পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের হাড়োয়া কলেজ স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবির মিয়া একই এলাকার নাদিরুজ্জামানের ছেলে। তিনি নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত নৈশপ্রহরী ছিলেন।

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দীন বলেন, খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা ট্রেন কলেজ স্টেশনে পৌঁছার সাথে সাথে একটা গরুকে উদ্ধার করতে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি দ্রুত গরুটিকে উদ্ধার করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনা স্থলে মারা যান। ৯৯৯ এ ফোন পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ট্রেনে কাটা পড়ে নিহত একজনের লাশ উদ্ধার করি। সাথে উনি যে গরুটিকে উদ্ধার করতে গেয়েছিল, সেটিকে রেললাইন থেকে অপসারণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক শফিউল ইসলাম।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :