জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন ইমরান

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২২, ১৫:৩৮ | আপডেট: ০৯ এপ্রিল ২০২২, ১০:০১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব খারিজ ও প্রেসিডেন্ট কর্তৃক পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের মতো অনাস্থা প্রস্তাব খারিজ মামলার শুনানি করে। পরে রায়ে পার্লামেন্ট পুনবর্হালের আদেশ দিয়ে শনিবার ফের অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। তার আদেশে একমত প্রকাশ করেন বাকি চার বিচারপতি।

বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- ইজাজুল আহসান, মাজহার আলম মিয়াঁখেল, মুনিব আখতার ও জামাল খান মান্দোখাইল।

রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় ইমরান খান লেখেন,‘শুক্রবার ক্যাবিনেটের বৈঠক ডেকেছি। সংসদীয় দলের সঙ্গেও বসবো। সন্ধ্যায় (শুক্রবার সন্ধ্যা) আমি জাতির উদ্দেশে ভাষণ দেবো। সবসময় দেশবাসীর পাশে আছি। পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাবো।’

ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবটি সংসদে উঠলে গত সপ্তাহের সোমবার ভোটাভুটির জন্য দিন নির্ধারণ হয়। তবে সেদিন সংবিধানের ৫ নং অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে প্রস্তাবটি খারিজ করে দেন দেশটির ডেপুটি স্পিকার কাসেম সুরি। পরে বিরোধীরা ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দারস্থ হন।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/আরআর)