কাঠমিস্ত্রি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২২, ২২:৪৬

মানিকগঞ্জের সিংগাইরে কাঠমিস্ত্রি বিমল মণ্ডল হত্যা মামলায় চন্দ্র লাল অধিকারী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।

রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য আসামির উপস্থিতিতে এই রায় দেন। এসময় আবুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায়কে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত চন্দ্র লাল অধিকারী সিংগাইর উপজেলার স্বরূপপুর এলাকার মৃত কুমেদ অধিকারীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১৫ অক্টোবর পূর্বশত্রুতার জেরে স্বরূপপুর গ্রামের জিন্নত আলীর বাড়ির সামনে বিমল মণ্ডলকে মারধর করে গুরুতর আহত করে চন্দ্র লাল অধিকারীসহ আরও কয়েকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন সিংগাইর থানায় বিমলের বাবা কুসাই মণ্ডল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার এসআই এমদাদুল হক ২০১৪ সালের ১৫ এপ্রিল তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নিরঞ্জন বসাক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন শিবেন্দ্র কুমার নাগ ও আজাহারুল ইসলাম।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :