সুনামগঞ্জে বাঁধ ভেঙে ফসলডুবি: তদন্ত কমিটি গঠন

প্রকাশ | ১১ এপ্রিল ২০২২, ১২:০৩

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙে ফসল ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কমিটিকে ২৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে। 

রবিবার রাতে সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেনকে প্রধান করে এই কমিটি করেন হাওরের বাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, প্রাণীসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম।

কমিটিকে বাঁধ নির্মাণে ত্রুটি, অব্যবস্থাপনা, গাফিলতি এবং তদারকিতে কোনো গাফিলতি খতিয়ে দেখতে বলা হয়েছে।

গত ২ এপ্রিল থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ১২টি বাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর বোরো ফসল। জেলার বেশির ভাগ বাঁধে দেখা দিয়েছে ফাটল।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এফএ)