পুরান ঢাকায় দুই ওষুধ কালোবাজারী আটক

প্রকাশ | ১১ এপ্রিল ২০২২, ১৫:৫৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২২, ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর পুরান ঢাকার কোতয়ালী এলাকা থেকে দুজন ওষুধ কালোবাজারীকে আটক করেছে র‌্যাব-১০। এ সময়ে তাদের কাছ থেকে এক লাখ ৫৭ হাজার ২৯০ পিস নিষিদ্ধ বিদেশি ওষুধ উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যাদের আটক করা হয়েছে তারা হলেন- মো. সোহেল ও আবুল কাশেম সরকার।

র‌্যাব জানায়, রবিবার দুপুরে র‌্যাব-১০ এর একটি দল কোতয়ালী থানার বাবুবাজার এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে সাত লাখ টাকা দামের  এক লাখ ৫৭ হাজার ২৯০ পিস বিক্রয় নিষিদ্ধ বিদেশী ওষুধসহ মো. সোহেল ও আবুল কাশেম সরকার নামের দুইজন ওষুধ কালোবাজারী চক্রের সদস্যদেরকে আটক করা হয়।

আটকদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য। এরা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন বিদেশী কোম্পানির ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে । পরে তা কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতওয়ালী থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এএ)