কবিতা

বাঁধনহারা

প্রকাশ | ১২ এপ্রিল ২০২২, ০৮:৩৪

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

ভুলবে না তো, মনে থাকবে?

মাথার উপর আমরা দুজন পেতেছিলাম নীল আকাশের সামিয়ানা,

নীল চাঁদোয়ার দেহে যতো মটিমিটি তারা ছিলো;

দুধের বাটি চাঁদও ছিলো, মেঘের ভেলার দোল যা ছিলো;

ওসব কেবল আমার এবং তোমার ছিলো।

একটা তারা পড়লে খসে,তোমার চোখের দুটি তারায়

উঠতো ফুটে যে বিচ্ছেদের বিষাদ ছায়া;

টলোটলো অশ্রুফোঁটা।

কক্ষচ্যুত তারা সেটা নাই-বা জানুক,

জানতাম আমি বিচ্ছেদে কী প্রাণে গভীর কষ্ট পেতো

তোমার নাজুক চোখের তারা।

 

ভুলবে না তো, মনে থাকবে?

তোমার মুখটা আবার হবে মন্ত্রমুগ্ধ মল্লিকা ফুল;

মধুমাখা ঘ্রাণ ছড়াবে,আদর আদর সুখ জড়াবে

নিজের সারা শরীর জুড়ে।

আমিও তখন এদিক ওদিক দেখবো কেবল

রহস্যময় দৃষ্টি মেলে,

সংগোপনে থাকবো যেনো কোমড় জুড়ে খঞ্জর আঁটা

মুখ-লুকানো আততায়ী।

হবো আমি মত্ত দোলায় দোল দোলানো প্রজাপতি,

নয়তো হবো প্রাণের ভ্রমর;

যা ঘটে তা ঘটতে পারে; পরাগ রেনুর রঙের খেলা,

জানবো না তার সংজ্ঞা স্বরূপ,

দুজন মিলে জানতে যাবো সচরাচর প্রজাপতির

কী ঘটে যায় লাল গোলাপের সঙ পেলে?

ভুলবে না তো, মনে থাকবে?

আমরা কিন্তু সরোবরে সারস হয়ে করবো আবার জলকেলি জলের খেলা।

ঘাস ফড়িংয়ের চলার ঢংয়ে ঘাসের একটা ডগা থেকে  লাফিয়ে যাবো আরেক ডগায়।

চাঁদের পাতা রূপের ফাঁদে আমরা কিন্তু ইচ্ছে করে

দেবো ধরা;

ঘর ছাড়িয়ে, পথ হারিয়ে, পা বাড়িয়ে যাবো চলে কদমতলার শানবাঁধানো ভাঙা ঘাটে,

আঁধো আলো,আঁধো ছায়ায় অপূর্ব এক অভিসারে

সব কথারই খুলবো ঝাঁপি,

মনের কথা, ভাবের কথা,কথার কথা,মিষ্টি কথা,

খুনসুটি বা নতুন নতুন বাহানাতে জড়িয়ে যাবো উষ্ণ ছোঁয়ায়।

সমর্পনের ঢঙে কাঁধে মাথা রেখে, কানের কাছে মুখটা নিয়ে বলবো সে সব দুষ্টু কথা;

যে সব কথা শুনতে তুমি মুখিয়ে থেকে

অবশেষে নিরাশ হয়ে মুখ ফেরাতে উল্টোচালে।

মনের ভুলের ভানে কেবল পথ হারাবো,

ভুলবে না তো, মনে থাকবে?

পথ হারিয়ে, বোধ হারিয়ে, চেতন নামের সাধকটাকে

 করবো দুজন ডেরাছাড়া,

মনই যদি বাউণ্ডুলের তকমা পরে,

দেহের কি আর সাধ্যি তাকে বেঁধে রাখে

না হয়ে আর আগলভাঙা বাঁধনহারা?