চোরাই মোবাইল উদ্ধার, আইএমইআই নম্বর দেখে খুঁজে নিন আপনারটি

প্রকাশ | ১২ এপ্রিল ২০২২, ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর গাবতলী থেকে চোরাই মোবাইলসহ এক যুবককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানা পুলিশ। তার নাম মো. সাইফুল ইসলাম।

সোমবার রাত ১১টার দিকে গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা ৩৮টি চোরাই মোবাইল।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, গাবতলীর নাবিল পরিবহনের বাস কাউন্টারের সামনে চেকপোস্টে ডিউটিকালে একব্যক্তি আমিন বাজার ব্রিজের দিক থেকে চেকপোস্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পুলিশ দেখে কৌশলে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ তার হাতে থাকা কার্টন তল্লাশি করে ৩৮টি চোরাই মোবাইল পায়। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা দেওয়া হয়।

উদ্ধার মোবাইলের মডেলসহ আইএমইআই নম্বর প্রকাশ করেছে পুলিশ। এরমধ্যে কারো হারিয়ে যাওয়া মোবাইল থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ দারুস সালাম থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

নিচে মোবাইলের মডেল আইএমইআই নম্বর

TITANIC-T-30-09 mobile

১. I) IMEI-358872073436891. II) IMEI-358872073436909

২. I) IMEL-558872073741191. II) IMEI-358872073741209

৩. I) IMEI-358872073518615. II) IMEI-358872073518623

৪. I) IMEI-358872073546533. II) IMEI-358872073546541

৫. I) IMEI-358872073745598. II) IMEI-358872073745606

৬. I) IMEI-358872073575219. II) IMEI-358872073575227

৭. I) IMEI-358872073741811. II) IMEI-358872073741829

৮. I) IMEI-358872073574899. II) IMEI-358872073574907

৯. I) IMEI-358872073741779, II) IMEI-358872073741787

 

TITANIC-T-60-04 mobile

 

১০. I) IMEI-359877071591117, II) IMEI-359877071591125

১১. I) IMEI-359877071591158, II) IMEI-359877071591166

১২. I) IMEI-359877071064834, I I) IMEI-359877071064842

১৩. I) IMEI-359877071064974, I1) IMEI-359877071064982

TITANIC-T-5=04 mobile

১৪. I) IMEI-353675082321342. II) IMEL-353675082321359

১৫. I) IMEI-353675082591548, II) IMEI-353675082591555

১৬. I) IMEI-353675082321581, II) IMEI-353675082321599

১৭. I) IMEI-353675083416927, II) IMEI-353675083416935

Winstar W-505-01 TITANIC-T-150-01 mobile

১৮. I) IMEI-355861002311773, II) IMEI-355861002311781

১৯. I) IMEI-351650080536151, II) IMEI-351650080536169

DISCOVERI-Y-D30-06 mobile

২০. I) IMEI-359078680073973, II) IMEI-359078680073981

২১. I) IMEI-359078680395939, II) IMEI-359078680395947

২২. I) IMEI-359078680382572, II) IMEI-359078680382580

২৩. I) IMEI-359078680382796, II) IMEI-359078680382804

২৪. I) IMEI-359078680383216, II) IMEI-359078680383224

২৫. I) IMEI- 359078680091116, II) IMEI-359078680091124

 

itel it 5618N=02 mobile

 

২৬. I) IME1-350475907701700, II) IMEI-350475907701718

২৭. I) IMEI-: 350475907701684, II) IMEI-350475907701692

itel it5617-01 mobile

 

২৮. I) IMEI-351074178416129, II) IMEI-351074178416137

 

itel it2171-02 mobile

 

২৯. II) IMEI-353217351655206, II) IMEI-353213351655214

৩০. I) IMEI-353213350271468, II) IMEI-353213350271476

 

itel it2173-01 mobile

 

৩১. I) IMEI-353065473297345, II) IMEI-353065473297352

 

AGetel AG19-02 mobile

 

৩২. I) IMEI-353079110551949, II) IMEI-35307911551959

৩৩. I) IMEI-353079110470322, II) IMEI-353079110470330

 

DISCOVERI-Y-D30-01 mobile

 

৩৪. I) IMEI-359078680396796. II) IMEI-359078680396804

 

Winstar W-999-01 mobile

 

৩৫. I) IMEI-355514062368015, II) IMEI-355514062368023

 

MARCEL-B-50=01 mobile

 

৩৬. I) IMEI-350415500917170, II) IMEI-350415500917188

 

TITANIC-Jack-01 mobile

 

৩৭. I) IMEI-353872081204013, II) IMEI-353872081414018

 

MARCEL-A01-01 mobile

 

৩৮. I) IMEI-356939452481673, II) IMEI-356939452481681

প্রয়োজনে দারুস সালাম থানায় ওসি (০১৩২০-০৪১২৯০) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪১২৯৭) এর নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

ঢাকাটাইমস/১২এপ্রিল/এসএস/ইএস