শিশুসহ ৪ জনকে পুড়িয়ে হত্যা: আজাদ মোল্লার মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৮:৩৪ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২২, ১৭:২৮

গোপালগঞ্জের সদর উপজেলার ডুমদিয়া গ্রামে চাঞ্চল্যকর ৪ জনকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি আজাদ মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্লার বাড়ি সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ১৭ মে গভীর রাতে সদর উপজেলার চর মানিকদাহ এলাকার বেলায়েত মোল্লার ছেলে আজাদ মোল্লা পারিবারিক কলহের জেরে ডুমদিয়া গ্রামে শশুর বাড়ি গিয়ে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় আজাদের শাশুড়ি ফুরিয়া বেগম (৭০), ও তার নাতি আমিনুর (১৪), তামিম (৭) তনীমা (৪) নামে ৩ শিশুসহ ৪ জন পুড়ে মারা যায়।

এ ঘটনায় প্রধান আসামি আজাদের স্ত্রীর বড় ভাই সাইফুল গাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর পর আদালতের এ রায়ে সন্তষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের লোকজন এবং রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভুগী পরিবারটি ।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :