সেফটি ট্যাংকের বর্জ্য পৌরসভার ড্রেনে ফেলল হাসপাতাল

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২, ১৮:১৩

গাইবান্ধায় বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান এসকেএস হাসপাতালের সেপটি ট্যাংকের ময়লা পৌরসভার পানি প্রবাহের ড্রেনে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে আশেপাশের এলাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পৌরসভার পরিছন্ন কর্মীরা পড়েছেন বিপাকে।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় এসকেএস হাসপাতালের সামনে গিয়ে এর সত্যতা মেলে।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে মিল্লাত নামে একজন বলেন, পৌরসভা থেকে আমরা পরিছন্ন কর্মী ডেকেছিলাম, তারা টাকা বেশি চাওয়ায় অন্য লোক এনে আমরা পরিষ্কার করি। তবে ময়লা ড্রেনে ফেলেছে কিনা আমি জানি না। আমি বুধবার ছুটিতে ছিলাম।

পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শহীদ আহম্মেদ বলেন, সেপটি ট্যাংকের ময়লা পানি প্রবাহের ড্রেনে ফেলা অন্যায়। এসকেএসের মত প্রতিষ্ঠানের কাছে আমরা এ রকম আশা করিনি। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান জানান, সেপটি ট্যাংকের ময়লা পৌরসভার ড্রেনে ফেলে শুধু অবহেলা নয়- অনেক বড় অপরাধ করেছে এসকেএস হাসপাতাল। এটি মেনে নেওয়া যায় না। আইন অনুয়ায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :