কুমিল্লায় সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ফেনী
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২, ১৮:১৯

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন নাঈম সরকারকে গুলি করে হত্যাকারীদের বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের জেলা সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, এসএ টিভি প্রতিনিধি মাঈনুল রাসেল, উদয় সম্পাদক এমএ সাঈদ খান, জাগোনিউজ প্রতিনিধি নুরউল্লাহ কায়সার, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, কবিতা নিকেতন সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহম্মদ, আনন্দ টিভি প্রতিনিধি জাফর উল্যাহ, স্বদেশকণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, আঁচল সম্পাদক সাহিদা সাম্য লীনা প্রমুখ।

সভায় বক্তারা সাংবাদিক মহিউদ্দিন নাঈম সরকারকে গুলি করে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :