মেরামতের পর উড়ল হ্যাঙ্গারে ক্ষতিগ্রস্ত দুই উড়োজাহাজের একটি

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২২, ০১:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হ্যাঙ্গারে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটো উড়োজাহাজের একটি আকাশে উড়ল। ঘটনার চার দিনের মাথায় মেরামত শেষে বৃহস্পতিবার বোয়িং ৭৭৭ রাঙা প্রভাত উড়োজাহাজটি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেয়। অপর  বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি শুক্রবার অভ্যন্তরীণ ফ্লাইট নিয়ে সিলেটে যেতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের দক্ষ প্রকৌশলীদের প্রচেষ্টায় এবং উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংয়ের সহায়তায় উড়োজাহাজ দুটি স্বল্প সময়ের মধ্যে উড্ডয়নক্ষম হয়েছে। তবে হ্যাঙ্গারে ধাক্কা লাগার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারের ভেতরে প্রবেশ করানোর সময় বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি সেখানে আগে থেকে থাকা বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বোয়িং ৭৭৭ এর র্যা ডোম বা ওয়েদার রাডার ও সামনের বাল্কহেড এবং বোয়িং ৭৩৭ এর বাম দিকের ভার্টিক্যাল স্ট্যাবিলাইজারের কোনার অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে উড়োজাহাজ দুটি গ্রাউন্ডেড করা হয়। 

হ্যাঙ্গারে বিমান দুটির ধাক্কার খবর শুনে গত সোমবার শাহজালাল বিমানবন্দরে গিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/ইএস/ডিএম)