বেনাপোলে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় ৫ ট্রাক পুড়ে ছাই

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২:৪৬ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২২, ১২:২৫

বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আমদানিকৃত ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

শনিবার ভোরে আগুনের এই সুত্রপাত ঘটে। বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, ভোরের দিকে সেহরি শেষে হঠাৎ করে পাশাপাশি থাকা ভারতীয় ৫টি ট্রাকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয় ট্রাক সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পণ্যচালানটি বুধবার ভারত থেকে ৫টি ট্রাকে করে আমদানি হয়। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

গত ৫ মাস আগে ব্লিচিং পাউডার ভর্তি অনুরূপ ভারতীয় একটি ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :