চাঁদপুরে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশ | ১৬ এপ্রিল ২০২২, ২১:৪৬

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁদপুর মেঘনা নদীর লঞ্চঘাট টিলাবাড়ী এলাকায় টাস্কফোর্সের অভিযানে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫টি পাঙাস মাছ ধরার ফাঁদ (চাঁই) জব্দ করা হয়েছে।

শনিবার বিকালে যমুনা রোডের টিলাবাড়ি এলাকায় নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে পাঙাসের পোনা ধ্বংসকারী বড়-ছোট মিলে ২৫টি ফাঁদ ও দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান শেষে জনসম্মুখে চাঁই ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সর্বোচ্চ কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ডের বিধান রয়েছে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএ)