বাথরুমে গিয়ে গোটা সাবান খেয়ে ফেলেছিলেন তারানা হালিম, তারপর...

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২২, ১৫:৩৭

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

ছোটবেলায় মানুষের কত মজার স্মৃতিই না থাকে। সেগুলোর বেশির ভাগই হাসির। তেমনই এক ঘটনার কথা শোনালেন অভিনেত্রী এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। জানালেন, ছোটবেলায় ফর্সা হওয়ার জন্য বাথরুমে গিয়ে তিনি গোটা একটি সাবান খেয়ে ফেলেছিলেন।

সম্প্রতি চিত্রনাট্যকার ও কাহিনিকার রুম্মান রশীদ খান এবং খালেদার উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন তারানা হালিম। সেখানেই তিনি শৈশবের ওই মজার স্মৃতি শেয়ার করেন।

স্মৃতি হাতড়ে তারানা হালিম বলেন, ‘ছোটবেলায় আশেপাশের অনেকেই আমার গায়ের রং নিয়ে কটু কথা বলতো। যেহেতু শিশু মন, মানুষের কথায় প্রভাবিত হয়েছিলাম। মন খারাপ করে ভাবতাম, কেন উজ্জ্বল শ্যামলা হলাম? কেন দুধে-আলতা ফর্সা হলাম না।’

অভিনেত্রী বলেন, ‘অবশ্য শুধু বাইরের মানুষের দোষ দিয়ে কী হবে, আমার একমাত্র ভাইও আমার দুর্বল জায়গা নিয়ে মজা করে ক্ষ্যাপাতো। কষ্ট সহ্য করতে না পেরে একদিন কাঁদতে কাঁদতে বাথরুমে গিয়ে পুরো একটা সাবান খেয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম, সাবান খেয়ে যদি গায়ের ধুলো ময়লা চলে যায়, তাহলে নিশ্চয়ই সাবান খেলে ফর্সাও হওয়া যাবে।’

সাবেক এই মন্ত্রী জানান, ‘বড় হয়ে এই ঘটনার কথা যতবার ভেবেছি, হেসেছি। সেই সাথে আল্লাহকে ধন্যবাদ দিয়েছি, আমাকে যেভাবে তিনি তৈরি করেছেন, তার জন্য। সব মানুষই সুন্দর। অসৎ কর্মই কিছু মানুষকে ক্ষেত্র বিশেষে অসুন্দর করে তোলে।’

তারানা হালিম বর্তমানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে কর্তব্যরত আছেন। তার অংশগ্রহণে ও জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর ওই বিশেষ পর্বটি ঈদের তৃতীয় দিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএম/এএইচ)