যে চলচ্চিত্রের নির্মাতা ও অভিনয়শিল্পী সবাই নারী

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২২, ১৬:১৪ | আপডেট: ১৮ এপ্রিল ২০২২, ১৬:২০

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘সুরভী’ অবলম্বনে একই নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন জনপ্রিয় নারী নির্মাতা চয়নিকা চৌধুরী। সেই চলচ্চিত্রের অভিনয়শিল্পীরাও সবাই নারী। ওটিটি প্ল্যাটফরম বঙ্গর ‘বেইজড অন বুক’ সিরিজের জন্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে।

পারিবারিক সম্পর্কের গল্পের এই চলচ্চিত্রের প্রধান চারটি চরিত্রে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, ডলি জহুর, শম্পা রেজা ও ইয়ামিন হক ববি।

চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘এই ছবির লেখক ও প্রযোজক বাদে আমরা সবাই নারী। মূল উপন্যাসে দুই-একটা পুরুষ চরিত্র অবশ্য ছিল। চিত্রনাট্য করার সময় মিলন ভাই তাদেরও নারী করে দিয়েছেন। দারুণ একটা কাজ এই ঈদে দেখতে পাবেন দর্শক।’

চয়নিকা আরও বলেন, ‘এটি পারিবারিক সম্পর্কের মিস্টিরিয়াস গল্প। রোজার ঈদের দ্বিতীয় দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এটি দেখা যাবে।

‘সুরভী’র অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে চয়নিকা লিখেছেন, ‘সুবর্ণা মুস্তাফা, ডলি বা শম্পা আপাকে নিয়ে বলার কিছুই নেই। তারাই তো শিল্পী, সত্যিকারের নক্ষত্র। পরম শান্তি পাই যখন সেটে থাকেন। তবে ববির সঙ্গে আমার প্রথম কাজ এই প্লাটফর্মে।’

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি বলেন, ‘ইমদাদুল হক মিলনের সুন্দর গল্প, চয়নিকা চৌধুরীর নির্মাণ সঙ্গে সুবর্ণা আপার মতো অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগির লোভ। একসঙ্গে এত কিছু পাব বলেই কাজটি করছি। এখান থেকে অনেক কিছু শিখেছিও।’

(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/এলএম/এএইচ)