দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের বিকল্প নেই: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২২, ২০:৩৮

বাংলাদেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

সোমবার চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ উপকমিটির সহায়তায় চাঁদপুরে কয়েকটি এতিমখানা-মাদ্রাসা ও কমিউনিটি পুলিশের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

সুজিত রায় নন্দী বলেন, ‘শুধু অসহায় নয়, সমাজে যারা চাইতে পারে না তাদের পাশেও রয়েছেন বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা। তাদের ঘরে ঘরেও খাদ্য সহয়তা ও নগদ সহায়তা পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ।’

শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন মন্তব্য করে সুজিত রায় নন্দী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের পাশাপাশি দলীয় ভাবে আওয়ামী লীগও মা- মাটি ও মানুষের পাশে রয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দুঃখী মানুষের মুখে হাসি থাকবে। তাদের অন্ন বস্ত্র বাসস্থান হবে। দেশের উন্নয়ন-অর্জনে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার হাত ধরেই দুঃখী মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। দেশ আজকে উন্নয়নের সোপানে এগিয়ে চলছে। আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, ঘরে-ঘরে বিদ্যুৎ পাচ্ছে৷ দেশের মানুষ ভাত ও ভোটের অধিকার ফিরে পেয়েছে। শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। দেশে স্বাধীনতা বিরোধী একটি মহল রয়েছে তারা দেশের উন্নয়ন-অর্জন চায় না। তাদের বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সচেতন থাকবে হবে।’

এসময় চাঁদপুর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবিব কেদ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান উপকমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফ। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম পায়েল, টুটুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি নাসিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাখাওয়াত সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বর্তমান সরকারই ভারতীয় পণ্য: গয়েশ্বর 

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :