নিজেকে লম্বা রেসের ঘোড়া ভাবেন তৌসিফ

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২২, ১৪:৫৪

টেলিভিশন নাটকে নিজেকে লম্বা রেসের ঘোড়া মনে করেন অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি উত্তরায় ঈদের একটি খণ্ড নাটকের শুটিংয়ের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ছোটপর্দার জনপ্রিয় এই তারকা।

ক্যারিয়ারে কতটা সফল তিনি- এমন প্রশ্নের জবাবে তৌসিফ বলেন, ‘এখন আমি যে জায়গায় আছি, এখানেই থাকার কথা ছিল। যে রকম কাজ করেছি সে রকম অবস্থান তৈরি হয়েছে। যদি আরও ভালো কাজ করতাম আরও ভালো অবস্থানে থাকতাম। আমরা প্রত্যেকেই কর্মফল পাই। আমার কর্মের ফল হচ্ছে এখন যেখানে আছি। ভবিষ্যতে ভালো কাজ করতে পারলে ফলও ভালো পাবো। এ নিয়ে আমার কোনো আফসোস বা ভালো লাগা নেই।’

গত ঈদে আপনার প্রায় ৫০টি নাটক প্রচার হয়েছিল। এবার নাটক বাছাইয়ের ক্ষেত্রে খুব সাবধান। কারণ কী?

তৌসিফ বলেন, ‘গত ঈদে করোনার কারণে জমে থাকা প্রায় ২০টি পুরনো নাটক প্রচার হয়। যার কারণে সংখ্যাটা বেশি দাঁড়িয়েছিল। তবে একজন শিল্পীর এক ঈদে কোনোভাবেই ২০-২৫টার বেশি নাটকে কাজ করা সম্ভব হয় না। এবার ঈদে আমার সবমিলিয়ে ১৫টি নাটক প্রচার হতে পারে।

অভিনেতা জানান, ‘গতবার ৫০টা নাটক যাওয়াতে আমার যেমন সুনাম হয়েছে, তেমন বদনামও হয়েছে। মানুষ মনে করেছে, এত নাটক যেহেতু মান মনে হয় ভালো না। তাই এবার মানের দিক থেকে সচেতন। ইচ্ছা অনুযায়ী কাজ করতে পেরেছি। ভালো গল্প, পরিচালক, সহশিল্পীর জন্য অপেক্ষা করেছি। এমনও চিন্তা ছিল, ব্যাটে-বলে না মিললে ঈদের নাটকের শুটিং করবো না। কারণ আমার মনে হয়েছে, ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেই আসলে ভিন্নধর্মী কাজ করা হয়েছে।’

ঈদে এত এত নাটকের ভীড়ে আপনার নাটকগুলো কেন দর্শক দেখবেন?

তৌসিফ বলেন, ‘ঈদে আমার যে ১৫টি নাটক প্রচার হবে প্রতিটির গল্পই দুর্দান্ত। সুন্দর ম্যাসেজ আছে। আমি জোর দিয়ে বলতে পারি, নাটকগুলো দেখার পর কিছু না কিছু চেতনা জাগ্রত হবে সবার মধ্যে। মিজানুর রহমান আরিয়ানের ‘শুরুটাই সুন্দর’, রাফাত মজুমদার রিংকুর ‘সাইলেন্স’, মিফতাহ আনানের ‘রূপকথা নয়’, ভিকি জাহেদের ‘চোখ’সহ সবকটি কাজই ভালো লাগার মতো। কোনোটাই কোনোটার তুলনায় কম নয়।’

প্রত্যেকটা নাটকের গল্প ও চরিত্র ব্যতিক্রম বললেন। সেক্ষেত্রে তো নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে?

অভিনেতা বলেন, ‘গত ৮-৯ বছরের অভিজ্ঞতা থেকে যেটা শিখেছি, হোমওয়ার্ক করলে যেকোনো কাজ অনেক সহজ হয়ে যায়। যেহেতু গল্পগুলো নিজ থেকে বেছে নিয়েছি। শুটিং ডেটগুলো আমার জানা ছিল। তাই পরিকল্পনা করে চরিত্রগুলোর গেটআপ নিতে পেরেছি। হোমওয়ার্ক করার সুযোগ পেয়েছি।’

তৌসিফ বলেন, ‘এতকিছুর পরও এক চরিত্র থেকে আরেকটিতে ঢোকা কঠিন হয়ে যায়। লুক নিলাম কিন্তু এক তৌসিফই তো অভিনয় করছে। চরিত্র থেকে বের হতে কষ্ট হয়। তবে নিজেকে ভাঙার চেষ্টা করে গেছি। আমি আমার জায়গা থেকে দুইশ পার্সেন্ট দিয়ে চেষ্টা করেছি।’

(ঢাকাটাইমস/১৯ এপ্রিল/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :