ডিপজলের পদত্যাগের খবর কি তবে ভুয়া?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৭:২১ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২২, ১৭:০৮

এফডিসিপাড়ায় রটে গেছে, আসন্ন প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পদ ছাড়ছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশ হয়েছে। তবে এ সমস্ত খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন একসময়ের ভয়ংকর খল অভিনেতা ডিপজল।

এই অভিনেতা বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে তিনি গেছেন চিকিৎসা করাতে। সিঙ্গাপুর থেকে ডিপজল ঢাকাটাইমসকে বলেন, ‘আমার বরাত দিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা সঠিক নয়। শিল্পী সমিতির পদ থেকে পদত্যাগ করব- এমন কোনো বক্তব্য আমি কোথাও দেইনি।’

ডিপজল আরও জানান, ‘আমি শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি। এ পদে থেকেই আমি প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে পারব। এতে সাংগঠনিক কোনো বাধা নেই। গণমাধ্যমে যা ছাপা হয়েছে, তাতে তথ্যগত বিভ্রাট রয়েছে। শিল্পী সমিতির গঠনতন্ত্র অনেকে হয়তো জানেন না। সে কারণে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।’

ডিপজল শিল্পী সমিতির গঠনতন্ত্রের একটি বিধান উল্লেখ করে বলেন, ‘শিল্পী সমিতিতে নির্বাচিত কেউ যদি অন্য সংগঠনের নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে। তাতে কোনো বাধা নেই। তবে অন্য কোনো সংগঠনের নির্বাচিত কেউ শিল্পী সমিতির নির্বাচন করতে পারবে না।’

এর আগে গণমাধ্যমে খবর প্রকাশ হয়, প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পদ ছাড়ছেন ডিপজল। সেখানে শিল্পী সমিতির গঠনতন্ত্রের একটি অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, এক সংগঠনের পদে থেকে অন্য সংগঠনের নির্বাচনে কোনো প্রার্থী অংশ নিতে পারবেন না। তবে ডিপজলের বক্তব্যের পর বিষয়টি পরিষ্কার হয়ে গেল।

আগামী ২১ মে এফডিসিতে প্রযোজক সমিতির নির্বাচন। সেখানে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র কিনে সেটি জমাও দিয়েছেন ডিপজল। বর্তমানে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। সেখানে থেকে দেশে ফিরবেন ঈদের আগে। এর পরই পুরোদমে শুরু করবেন নির্বাচনী প্রচার প্রচারণার কাজ।

(ঢাকাটাইমস/২০ এপ্রিল/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :