কেমন পুরুষ পছন্দ তিশার? জানালেন স্ট্যাটাসে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ এপ্রিল ২০২২, ১২:৪৭

অধিকাংশ নারীরই পছন্দের তালিকায় থাকেন সুন্দর, সুদর্শন, স্মার্ট পুরুষ। কারণ, বেশির ভাগ মানুষই সুন্দরের পূজারি। তবে অন্য নারীদের থেকে বোধহয় একটু আলাদা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। পুরুষের সৌন্দর্য্য তার কাছে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো দায়িত্বশীলতা। অভিনেত্রীর মতে, সুন্দর পুরুষের চেয়ে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর।

নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে এমন ভাবনার কথা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তিশা। সঙ্গে পোস্ট করেছেন স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তোলা একটি ছবি। যেখানে দুজনই বেশ হাস্যজ্জল ভাবে ধরা দিয়েছেন। মূলত তিশা তার স্ট্যাটাসে স্বামী ফারুকীকেই দায়িত্বশীল পুরুষ হিসেবে বোঝানোর চেষ্টা করেছেন।

চলুন তবে দেখে আসি অভিনেত্রী তার স্ট্যাটাসে পুরুষ সম্পর্কে কী লিখেছেন-

‘একজন সুন্দর পুরুষের থেকে, জীবনে একজন দায়িত্বশীল পুরুষ বেশি সুন্দর হয়। কারণ এই মানুষটা জানে কীভাবে প্রিয় মানুষটাকে যত্ন করে আগলে রাখতে হয়! কীভাবে অপর পাশের মানুষটাকে সম্মান দিতে হয়, অপর পাশের মানুষটা দেখতে যেমনই হোক না কোনো কালো, খাটো, নাক বোঁচা? এই নিয়ে কখনও চোখে চোখ রেখে প্রশ্ন করবে না অন্তত!’

‘কারণ তারা জানে সৌন্দর্য সারা জীবন থাকে না মানুষের! তারা প্রিয় মানুষটার মনটাকে ভালোবাসে সব সময় তার মায়াতে আচ্ছন্ন হয়ে। একটা মেয়ে যখন পরিবার বন্ধুবান্ধব সব রেখে চলে যায় নতুন এক পরিবেশে। তখন সে ভেতরে ভেতরে খুব একাকীত্ব অনুভব করে কাউকে কিছু বলতে পারে না! ঠিক তখন যদি প্রিয় মানুষটা মানসিক শান্তির কারণ হয়ে দাঁড়ায়, সাপোর্ট দেয়, তখন মনে হয় কষ্ট বলতে কিছু নেই দিন শেষে।’

‘একটা সুন্দর পুরুষের থেকে একজন দায়িত্বশীল পুরুষ মানুষ বেশি দামি। কারণ টাকা আর সৌন্দর্য দিয়ে তো অনন্তপক্ষে সুখ পাওয়া যায় না! আপনি যখন ফুটপাত দিয়ে হেটে চলেন মানুষটা আপনাকে বাম দিকে রাখে কোন জানেন? পেছনের শো শো করে আসা গাড়িগুলো জানি এসে আপনাকে আঘাত না করতে পারে। আপনার থেকে সে প্রিয় মানুষটা আপনাকে বেশি ভালোবাসে, হারানোর ভয় করে।’

‘আপনার সেই প্রিয় মানুষটা জানে সে একটু ভালোবাসলে, আপনি তাকে কয়েক গুণ বেশি ভালোবাসা ফেরত দিবেন। কিছু মানুষ ভালোবাসার কাঙ্গাল হয়, তারা বেশি কিছু চায় না, শুধু ভালোবাসা চায় প্রিয় মানুষটার থেকে! সে চায় তার মতো করে বুঝুক জানুক দুইজনের মন মানসিকতা এক রকম হলে আর কী লাগে।’

‘সবাই সুন্দর মানুষ খোঁজে না সব সময়। কিছু মানুষ তো চায় বৃদ্ধ বয়সে পায়ে পা মিলিয়ে ঘুরতে যাবে ওই দূর পাহাড়ে, হেটে যাবে এক অজানা পথ ধরে! জানি বৃদ্ধ বয়সে মুখের দিকে তাকিয়ে হেসে বলা যায় আজও ভালোবাসি প্রথম দিনের থেকে খুব বেশি।’

ঢাকাটাইমস/২১এপ্রিল/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :