যে কারণে বাতিল হলো খসরুসহ চারজনের মনোনয়নপত্র

প্রকাশ | ২১ এপ্রিল ২০২২, ১৫:১৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২২, ১৫:৩৩

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ২১ মে এফডিসিতে বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। মনোনয়নপত্র কিনে জমা দিলেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক সামসুল আলম, মেহেদী সিদ্দিকী এবং ড্যানি সিডাক। তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সংবিধির ৫(৫) ধারার বিধান মোতাবেক ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে এই চার সদস্য নির্বাচন করতে পারবেন না বিধায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হলো।

তবে খসরু-সামসুলদের মনোনয়নপত্র কেন বাতিল করা হলো, সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, খসরু, সামসুল, মেহেদী ও ড্যানি এর আগে দুই দফায় নির্বাচনে অংশ নিয়েছেন। তাই তারা এবার প্রার্থী হতে পারবেন না। প্রযোজক সমিতির বিধিমালায় এমনটাই বলা আছে।

এদিকে, এবারের নির্বাচনে একটি প্যানেল থেকে নির্বাচন করছেন প্রযোজক সেলিম খান এবং অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সেখানে সেলিম সভাপতি পদে এবং ডিপজল সাধারণ সম্পাদক পদে লড়বেন বলে জানা গেছে। ইতোমধ্যে তারা মনোনয়নপত্র কিনে জমাও দিয়েছেন।

প্রযোজক ও পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও মো. আমিনুল ইসলাম।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/এলএম/এএইচ)