উপজেলা স্টুডেন্টস ফোরামের ইফতারে মির্জাগঞ্জবাসীর মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২২, ০০:০৬

মহামারী করোনায় সামাজিক নানা অনুষ্ঠান আয়োজনে কিছুটা ছন্দপতন হয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের রূপে সব কিছু শুরু হয়েছে৷ তাই অতীতের ধারাবাহিকতায় এবারও ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট'স ফোরামের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের (ডাকসু) ক্যাফেটেরিয়াতে ইফতার অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সাবেক সদস্যদের মধ্যে ৪০তম বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্তদের সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী ও সংগঠনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা সুন্দর আয়োজনের জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার তাগিদ দেন। একইসঙ্গে এলাকার উন্নয়ন, অগ্রগতিতে দলমত নির্বিশেষে ঐক্যভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার উপর জোর দেন।

ইফতারে সংগঠনের বর্তমান কমিটির সদস্যরা ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মির্জাগঞ্জের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

সংগঠনের সভাপতি হৃদয় ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপার, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাজী জাকির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম, পটুয়াখালী জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, পটুয়াখালী জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাইফুল আজম রঞ্জু, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল্লাহ পিন্টু, ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান সবুজ, ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান শাহীন, বশিরুল কবির, সিদ্দিক চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোজাম্মেল হক প্রমুখ।

সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সভাপতি শফিকুল ইসলাম সোহেল, তারিকুল ইসলাম, সাব্বির হোসেন খান সাবু, জিয়াউদ্দিন রাফি, ফয়সাল মাহমুদ, এইচ এম বনান প্রমুখ।

ইফতারের আগে ৪০তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সংগঠনের সাবেক সভাপতি এইচএম বনান, শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মাহবুবা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সবশেষ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকাটাইমস/২১এপ্রিল/বিইউ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :