পঞ্চগড়ে পানিতে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২২, ১০:৪৮

পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে মধু নামে পাঁচ বছর বয়সী এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের গোমনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে গোমনাপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে মধু বাড়ির বাইরে প্রতিবেশী অন্য শিশুদের সাথে খেলছিল। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন শিশুটির খোঁজ শুরু করেন।

এরই মধ্যে সমবয়সী আরেক শিশু জানায়, মধু সড়কের ধারের পুকুরটিতে পড়ে গেছে। স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা ওই পুকুরে নেমে খুঁজতে শুরু করেন শিশুটিকে। এক পর্যায়ে পানির নিচে ডুবে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাজলদিঘী-কালিয়াগঞ্জ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, খেলতে খেলতে কোন এক সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে যায় বলে মনে হচ্ছে। এক পর্যায়ে শিশুটি পানিতে তলিয়ে গেছে বলেও ধারণা করছেন শিশুর স্বজনরা।

বোদা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :