পিরোজপুরে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২২ এপ্রিল ২০২২, ১০:৫৫

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের নেছারাবাদে পরিমাপক মানদণ্ডে ত্রুটি এবং খাদ্য উৎপাদনে লাইসেন্স না থাকার অপরাধে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতে উপজেলার জগৎপট্টি ও উত্তর জগন্নাথকাঠি বন্দরের দুটি মুদি, একটি ফল ও তিনটি মিষ্টান্ন ভান্ডারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল।

অভিযানে মিষ্টির দোকানে দই উৎপাদনে লাইসেন্স না থাকা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ না থাকার অপরাধে জগৎপট্টি বন্দরের সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডার, জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার এবং দারুসুন্নাত মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে উত্তর জগন্নাথকাঠি বন্দরের মুদি ও ফলের দোকানে পরিমাপকদণ্ডে ত্রুটি থাকার অপরাধে সাহা স্টোরকে ৬ হাজার, উদয় সাহা স্টোরকে ২ হাজার এবং আলমের ফলের দোকানকে ২ হাজার করে তিনটি দোকানে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ/এসএ)