চাঁদপুরে বাঁধে ফাটল, হুমকিতে শহরবাসী

শওকত আলী, চাঁদপুর
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২২, ১১:৫০

চাঁদপুর শহররক্ষা বাঁধের টিলাবাড়ি এলাকায় মেঘনায় সিসি ব্লক হঠাৎ দেবে গেছে। এ এলাকায় বিশাল ফাটল দেখা দিয়ে ব্যাপক ভাঙনের হুমকিতে শহরবাসী। ভাঙনস্থলের আতঙ্কে রয়েছে পাঁচ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার শেষ বিকালে চাঁদপুর শহরের লঞ্চঘাটের পাশের টিলাবাড়ি এলাকায় ব্লক দেবে ফাটল ধরায় শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসক শহররক্ষা বাঁধের দেবে যাওয়া বাঁধের স্থানে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দা আলমগীর, রফিক, জহিরুলসহ কয়েকজন জানান, দুপুরের পর হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় ২০০ ফুট এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় বিশাল অংশজুড়ে ফাটল দেখা দিয়েছে। তবে আরো এলাকা ভাঙতে পারে বলে তারা জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল বলেন, আমরা টিলাবাড়ি মোড়ে নদী ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের ঊধর্বতন কর্তৃপক্ষের নিকট জরুরি জিও ব্যাগ বরাদ্দ চেয়েছি। এখনও কোন সিদ্ধান্ত হয়নি। হলেই জরুরিভিত্তিতে কাজ শুরু করব।

তিনি আরও বলেন, মেঘনা নদীতে পানির স্রোত বেড়ে যাওয়ায় বালুভর্তি জিও ব্যাগের বস্তাগুলো দেবে গেছে। তবে এই জিও ব্যাগের নিচে ব্লক রয়েছে। তাই এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :