রেস্তোরাঁর ইফতারি খেয়ে বিচারকসহ অসুস্থ ১৮, গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২২, ১২:২০

পাবনা শহরের একটি রেস্তোরাঁ থেকে আনা ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নয়জন বিচারকসহ অন্তত ১৮ জন অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রেস্তোরাঁ মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বুধবার পাবনা কোর্ট চত্বরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে ইফতারির আয়োজন করা হয়। সেখানে ইফতারি খাওয়ার পর এ অসুস্থের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাবনা শহরের রূপকথা রোডের কাশমেরি ফুড গার্ডেনের মালিক হাসানুর রহমান রনি (৪৫), ম্যানেজার সাব্বির হোসেন (৫০) ও নাজমুস সাদাত মাসুদ (৪২)। তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা করে বৃহস্পতিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক বিদায় ও ইফতারির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়াসহ তার অধীনস্থ আদালতের সব বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই শহরের রূপকথা রোডের ‘কাশমেরি ফুড গার্ডেন’ থেকে আনা ইফতারি খেলে একে একে অন্তত ১৮ জন অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে তাদের মধ্যে ছয়জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়া অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শহরের একটি হোটেল থেকে ইফতারি খেয়ে তারা অসুস্থ হয়েছেন। তাদের শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা করার পর আমরা হোটেল মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করি। পরে রাতেই তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :