নড়াইলে পুলিশে চাকরি পেলেন ২০জন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২২, ১৬:২৫

‘চাকরি নয়, সেবা’ এ বিষয়কে সামনে রেখে নড়াইলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২০জন। এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

মেধাক্রম অনুযায়ী ১৭ জন পুরুষ এবং তিনজন নারীকে চূড়ান্ত ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

কাঙ্খিত চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুলিশ প্রশাসনের নবীন সদস্যরা।

এদিকে, নিয়োগপ্রাপ্ত ট্রেইনিং রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের সদস্যরা।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নড়াইল জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য-মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমানসহ সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :