অন্যরকম প্রেমের গল্পে অপূর্ব-পায়েল

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২২, ১৩:০২

ছোটবেলায় চিত্রশিল্পী হতে চাইলেও ভাগ্যের নির্মমতায় রংমিস্ত্রি হতে হয় মজিদকে। থাকেন বস্তিতে। অন্যদিকে উচ্চবিত্ত পরিবারের মেয়ে লীনা। যার বিয়ে উপলক্ষে বাড়ি রং করার কাজ পায় মজিদ। দুজনের সামাজিক অবস্থান আকাশ পাতাল হলেও রংয়ের কাজের সুবাদে হয় তাদের হয় পরিচয় ও সখ্যতা।

এর পরই ঘটতে থাকে নানান ঘটনা। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘রং ঢং’। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এর চিত্রনাট্য করেছেন মুনতাহা বৃত্তা। এতে মজিদের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং ধনীর দুলালী লীনা চরিত্রে রয়েছেন কেয়া পায়েল।

নির্মাতা রিংকু জানান, ‘নাটকের শুরুটা দেখলে অনেকেই আগাম যেটা ধরে নেবেন, সেটা কিন্তু নয়। এই নাটকের মূল গল্প প্রেমের হলেও সেখানে রয়েছে অন্যরকম বিস্ময়। আমার বিশ্বাস, দর্শকরা নাটকের শেষটা দেখলে চমকে যাবেন।’ ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :